হক জাফর ইমাম :: অবতক খবর :: ২৩ নভেম্বর :: মালদহ :: পুরাতন সোনার গয়না পরিষ্কার করার বাহানায় এক মহিলার গয়না নিয়ে চম্পট দিল দুই যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার থানা পাড়া এলাকায়।
জানা গিয়েছে এদিন ওই এলাকায় দুই যুবক বাইক নিয়ে আসে। গ্রামের মহিলাদের পুরাতন সোনার গয়না পরিষ্কারের জন্য বলে। এক মহিলার পুরাতন সোনার গয়না প্রথমে পরিষ্কার করে দেয়। আরো এক মহিলা পুরাতন সোনার গয়না পরিষ্কার করতে দিলে গরম জল আনতে বলে। মহিলা গরম জল নিতে ঘরে ডুকলে গয়না নিয়ে চম্পট দেয় দুই যুবক। ঘটনায় শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মালদা হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস ঘটনা সম্পর্কে জানান তদন্ত চলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।