অবতক খবর,১৭ মে,জ্যোতির্ময় মন্ডল পূর্ব,বর্ধমানঃ ১লা এপ্রিল থেকে ১০ই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের শিবির। এই সব শিবিরে যে সমস্ত বিভিন্ন এলাকার বহু প্রতিবন্ধি মানুষজন দুয়ারে সরকার শিবিরে ও অন্য সময়ও মন্তেশ্বর বিডিও অফিসে প্রতিবন্ধি সার্টিফিকেটের জন্য আবেদন পত্র করেছিলেন সেই সমস্ত আবেদন পত্রের ভিত্তিতে আজ বুধবার মন্তেশ্বর ব্লকের বেশ কিছু উপভোক্তাদের হাতে প্রতিবন্ধী সার্টিফিকেট তুলে দিলেন মন্তেশ্বর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।চশমা পরিষেবা প্রতিদান শিবির শুরু হয় আজ।

উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, ব্লক স্বাস্থ্য দপ্তরের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি, বিডিও গোবিন্দ দাস জানান দুয়ারে সরকার ও ব্লক কার্যালয়ে বিভিন্ন সময়ে আবেদন করা ব্যক্তিদের পরীক্ষা নিরীক্ষা পর উপযুক্ত আঠারো জনের হাতে এই দিন সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর পাশাপাশি এই দিন বিশেষভাবে অক্ষম দুই প্রতিবন্ধীকে লাঠি তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সকলের হাতে প্রতিবন্ধী ভাতা সুযোগ-সুবিধা পায় সেই জন্য সকলের হাতে মানবিক ভাতার ফর্ম দেওয়া হয়েছে তা পূরণ করে জমারও ব্যবস্থা করা হয়েছে। মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়া উপভোক্তারা।