অবতক খবর,২৮ মার্চ, জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত করিম শেখ
মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে
মালডাঙ্গা রাস্তায় মেমারি রাস্তায়, ঝিকরা ব্রিজ মোড় এলাকায়
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দলের পিছু ধাওয়া করে ২-৩ জনকে পুলিশ ধরে। তাদের কে জেরা করে করিম শেখ এর নাম উঠে আসে। তারপর থেকেই করিম শেখ পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল রাতে মন্তেশ্বরের কুসুমগ্রামের বাজার মোড় এলাকায় কোন অসৎ কাজের উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল করিম। মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্র পেয়ে গতকাল রাতে কুসুমগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আনে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত কে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।