ভোটবাজি আজ
তমাল সাহা

কাল যা ছিল মহাকাব্যীয় ভারত
আজ তা কামাইবাজির আড়ত।

কাল যারা ছিল নেতাজি, গান্ধিজি
আজ তারা দাগি আসামি, গান্ডুজি।

কাল যে ছিল দশের চৌকিদার
আজ সে দেশের দফাদার।

কাল সে যার কাছে ছিল গদ্দার
আজ সে তার কাছে বন গিয়া সর্দার।

কাল যার ছিল বিনয়,সততা, নম্রতা
আজ তার হাতে চাই ক্ষমতা, ক্ষমতা।

তোমার বাইশ হাজারি শাড়ি
তো আমার দশ লক্ষ টাকার কোট
আমরা নির্বোধ ভোটার,
করি শুধু ভোট! ভোট!

আজ যার সঙ্গে আড়ি
কাল তার সঙ্গে ভাব
তুমি বাহাত্তুরে ভোটার এখনো
বুঝলে না নেতার স্বভাব!

দিন যায়, নেতার টাকা ক্রমাগত বাড়ে
কার টাকা কোথায় যায়?
শূন্য পড়ে থাকে তোমার ঘরে!

আজ আবার যাচ্ছ
ফিরিয়ে আনতে তাকে।
পাঁচ বছর ধরে করবে শোযণ
তোমার সঙ্গে তোমার দেশ-মাকে।