অবতক খবর,১২ মেঃ ভারতের একাধিক তীর্থস্থান কে ছুঁয়ে যাবে এই ভারত গৌরব ট্রেন। এর আগে অনেক কটি ট্রেন অন্য জায়গা থেকে ছেড়েছে এবার কিন্তু পূর্ব ভারতের এই প্রথম ভারত গৌরব ট্রেন যেটি ছাড়ার কথা কলকাতা স্টেশন থেকে। এই ট্রেনটি আগামী ২০ শে মে ছাড়তে পারবে বলে জানা যায়।
স্ট্যাচু অফ ইউনিটি সাইবাবা শনি সিঙ্গাপুর, এবং জ্যোতির্লিঙ্গ ছুঁয়ে যাবে এই ট্রেন তারপর ট্রেনটি ফিরে আসবে কলকাতা স্টেশনে।। সুত্র মারফত জানা যায় ৬৫৬ জন যাত্রী এই ট্রেনে থাকবেন। ইকোনমিক ক্লাসে ২০,০৬০ টাকা, থার্ট এসি ৩১ হাজার ৬০০ এবং সেকেন্ড এসি ৪৩ হাজার ৬০০ টাকা খরচ পড়বে বলে জানা যায়।। সাধারণত স্লিপার ক্লাস থ্রি টায়ার এসি ও টু টায়ার এসি এই তিন ধরনের ব্যবস্থাই থাকছে বলে জানা যায়। কোন যাত্রী অসুস্থ হলে থাকবেন চিকিৎসক।
মোট ১১ রাত ১২ দিনের জার্নি। টিকিট বুকিং এর জন্য আইআরসিটিসি টুরিজম ডটকম গিয়ে অন লাইনে টিকিট বুকিং করা যাবে বলে জানান বিশ্বজিৎ দে মহাশয়।এই সম্পূর্ণ ট্রেনটি টুরিস্টদের জন্য লঞ্চ করা হয়েছে বলে জানানো হয়।