অবতক খবর,২৫ জানুয়ারিঃ বুধবার গোটা দেশে মুক্তি পেল শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। এটা শুধুমাত্র কোনও সাধারণ বলিউড সিনেমা নয়, বরং এই সিনেমার মাধ্যমে চারবছর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই তাঁর ভক্তদের কাছে উচ্ছাসিত হওযার দিন। আর সেই মতই ভোর থেকেই কলকাতার বিভিন্ন হলে ভিড় জমাতে শুরু করে ভক্তরা ফাস্ট সো দেখার জন্য কোথাও কোথাও অতিরিক্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেল।
ভক্তরা জানাচ্ছেন কেউ কেউ একবার না দুবার করে শো দেখে ফেলেছেন ইতিমধ্যেই এবং তারা আরো জানাচ্ছেন তাদের প্রিয় নায়ক শাহরুখ খানকে দেখতে পেয়ে তাদের পয়সা উসুল।