মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নববারাকপুর পুরসভার

অবতক খবর,২৫ জানুয়ারি,নববারাকপুর: ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মদিবস উপলক্ষে বুধবার সকালে নববারাকপুর পুরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি জানাল ৮নং ওয়ার্ডে মাইকেল উদ্যানে ।মাইকেল মধুসূদন দত্তের মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়, ডাঃ পংকজ কুমার অধিকারী,পুর প্রতিনিধি সুমন দে, শিক্ষক সমীর বন্দ্যোপাধ্যায়, ডাঃ অসিত চৌধুরী, পুরসভার হেডক্লার্ক সজল নন্দী মজুমদার, নাট্য ব্যক্তিত্ব তপন দে, ক্রীড়া সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী,তবলা বাদক সন্মেলন বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট জনেরা।পুরপ্রধান প্রবীর সাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে পুরসভার উদ্যোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শহরে প্রথতিযশা ঋষি মনীষিদের জন্মদিন পালন করবার।

তারই অঙ্গ হিসেবে বুধবার বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাল হল তার মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে।মহান মনীষিকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম।আগামী প্রজন্মের কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন দত্তের মতো মনীষিদের আদর্শ চিন্তাধারা ভাবধারা জীবনাদর্শ ছড়িয়ে দিতে পারলে সমাজ উপকৃত ও উন্নীত হবে।দেশ তথা বাংলা আর ও সুন্দর ভাবে চলবে বলে আশাবাদী। কাব্যসাহিত্যে নাট্যসাহিত্যে তথা ছন্দের ব্যবহারে তিনি বাংলা সাহিত্যে নতুন পথ দেখিয়েছেন। উপস্থিত ছিলেন শিক্ষক নাট্যকার চিকিৎসক সাংবাদিক শিল্পী ওয়ার্ডের বিশিষ্ট গুনীজনেরা ।শুরুতে ওয়ার্ডের শিল্পী কলাকুশলিরা সমবেত দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।