নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৭শে নভেম্বর :: উত্তর ২৪পরগনা :: দীর্ঘদিন ধরে মানসিক ও ভারসাম্য হীন অসুস্থ অবস্থায় ভুগছে হালিশহর পুরোহিত পাড়ার বাসিন্দা ওই দম্পতি। শম্পা পাটেকার, স্বামী লক্ষণ পাটেকার দুজনেই মানসিক ভারসাম্যহীন এমনই বললেন লক্ষণ পাটেকারের ভাই।
এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। গত 25 তারিখ বাড়ি থেকে গভীর রাত্রে কাউকে না বলে বেরিয়ে যায় শম্পা পাটেকর।অবশেষে বীজপুর থানায় অভিযোগ জানালে, আজ বীজপুর থানার পুলিশ পরিবারের হাতে তুলে দেয় ওই গৃহবধূকে।