হক জাফর ইমাম ::অবতক খবর :: ১৯শে, নভেম্বর মালদা: :: ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপি মেম্বার নমিতা মন্ডলের স্বামী প্রদীপ মণ্ডল সহ তার দলবলের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মালদা ইংরেজবাজার থানায়।

এই দিনের ঘটনা সম্পর্কে কাজি গ্রাম পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরী জানান সোমবার বিকেল ৩:৩০ মিনিট নাগাদ কাজি গ্রাম পঞ্চায়েত বিজেপি মেম্বার নমিতা মণ্ডলের স্বামী প্রদীপ মণ্ডল হঠাৎ তার দলবল নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে আমার কাছে বেআইনিভাবে পঞ্চায়েতের কাজের ওপর পার্সেন্টেজ টাকা চান, আমি পঞ্চায়েতের কাজের উপর বেআইনিভাবে পার্সেন্টেজের টাকা দিতে অস্বীকার করলে তৎক্ষণাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার হুমকি দেয়।

খবর শুনতে পেয়ে পঞ্চায়েত অফিসের লোকজন ছুটে আসলে প্রদীপ মণ্ডল তার দলবল পালাতে গিয়ে আগ্নেয়াস্ত্রটি পড়ে যায়। ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে মালদা ইংরেজবাজার থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।