অবতক খবর,৫ এপ্রিলঃ রিষড়া কান্ডের প্রতিবাদ জানিয়ে এবং এলাকার পরিস্থিতি শান্তের দাবি এবং নিঃস্বার্থদের মুক্তির দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে দুপুর বারোটা নাগাদ সিপি অফিস পর্যন্ত লকেট চ্যাটার্জি নেতৃত্বে একটি মিছিল যায় এবং সেই মিছিল আটকে দেয় চুঁচুড়া কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকাতেই শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি এরপরে লকেট চ্যাটার্জি নেতৃত্বে চার-পাঁচ জনের একটি প্রতিনিধি টিম সিপি অফিসে যান একটি স্মারকলিপি নিয়ে।
ABTAK EXCLUSIVE