অবতক খবর,৫ এপ্রিলঃ বহরমপুরের বানজেটিয়ার” মুর্শিদাবাদ গভমেন্ট মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম স্কুলের। নিয়ম ছিলো প্রতিবছর বিভিন্ন NGO র মাধ্যমে শিক্ষক বদল হবে। ও নতুন করে চুক্তি হবে। কিন্তু সরকারের উদাসীনতায় কারনে চোখের জল ফেলতে হচ্ছে কচি কচি বাচ্চা থেকে শিক্ষক শিক্ষিকা দের। নিয়ম কে তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে একই শিক্ষক দ্বারা স্কুল চলছিলো।

শিক্ষক দের দাবি তারা হঠাৎ একদিনের নোটিশে তারা কর্মচ্যুত হয়েপরেছেন। গত আট মাস থেকে বেতন পাননি তবুও মুখ বুজে ছাত্র দের মুখের দিকে তাকিয়ে তারা শিক্ষকতা করে চলেছিলেন। এই কথা স্কুলের প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেছেন। এক দিকে যেমন তাদের রুজী বন্ধ ওন্য দিকে শিক্ষাঙ্গনের বেনিয়মের শুরু। জানা যায় আজকে ছাত্র দের পরীক্ষা হোষ্টেল ওয়ার্ডেন উপস্থিত তে সম্পন্ন করা হয়। প্রধান শিক্ষক এর বক্তব্য এই স্কুলে মোট চারজন সরকারী শিক্ষক আছে বাকি 22 জন শিক্ষক NGO থেকে পাঠানো। স্কুল পরিচালনায় অসুবিধা হলেও এই মুহূর্তে তার কিছু করার নেই। জেলা প্রশাসন ও উচ্চ আধিকারিক রাই এর সমাধান করবেন বলে দেয় সেরেছেন। পঠন পাঠন শিকেই কান্নার রোল স্কুল চত্ত্বরে।