অবতক খবর,২৮ মার্চ, মালদা:- বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে গভীর রাতে তরোয়াল ও দা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার কাশিমপুর গ্রামে।এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয় বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে রাতেই ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাশিমপুর গ্রামের শাসকদলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গন্ডগোল চলছিল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের পরিবারের সঙ্গে। অভিযোগ,এই গন্ডগোলের জেরে এদিন গভীর রাতে শাসকদলের পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়।সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে পূজন দাস ও তার দলবলের বিরুদ্ধে।পাশাপাশি আরও অভিযোগ পূজন দাস ও তার দলবল কমল থোকদারের পরিবারের লোকদেরকে বেধড়ক মারধর করে।এই মারধরের জেরে গুরুতর আহত হয় কমল বাবুর মা তুলি থোকদার।বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন,দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তদন্ত শুরু হয়েছে।