অবতক খবর,২৪ মার্চ: অবশেষে বঙ্গে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং ও তাপস রায় জায়গা পেয়েছেন এই তালিকায়।
কারা হলেন প্রার্থী? দেখুন —-
১.জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়
২.দার্জিলিঙে রাজু বিস্তা
৩.রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল,
৪.জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ
৫.ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং
৬.কৃষ্ণনগরে অমৃতা রায়
৭.দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত
৮.বারাসাতে স্বপন মজুমদার
৯.বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র
১০.মথুরাপুরে অশোক পুরকায়েত
১১.কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী
১২.কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়।