নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৯শে ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: বৃহস্পতিবার শীতের সকালে বারুইপুর খাস মল্লিকপুরে নবনির্মিত বাইপাসের উপর একটি চায়ের দোকানে বসে চা বিস্কুট খেতে খেতে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল বছর পয়তাল্লিশের এক ব্যক্তির।

প্রাথমিক ভাবে ধারণা হটাৎ শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শৈত্য প্রভাবের কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । খবর দেওয়া হয় বারুইপুর থানায় । মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ।









