অবতক খবর,৬ মে: বারাকপুরের বটতলার চক্রবর্তী পাড়ার একটি পুকুরে নিতাই দাস নামে বারাকপুর পৌরসভার অস্থায়ী কর্মী বয়স ৫০ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। রবিবার রাতে এক অনুষ্ঠান বাড়িতে ফেরার পথে এই পৌরসভার কর্মী পুকুরে পড়ে যায় বলে জানা এলাকার মানুষ।
আজ সকালে জেলারা যখন মাছ ধরতে আসে তাদের জালে আটকায় দেহ। এরপর খবর দেওয়া হয় টিটাগর থানায় পুলিশ এসে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই নিতাই দাস মদ্যপ অবস্থায় ছিল এমনটাই দাবি পৌরসভার পৌর প্রধান উত্তম দাসের।