অবতক খবর,২৪ ফেব্রুয়ারি: বঙ্গীয় গ্রামীন ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এর অষ্টম দিবসিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন এবং শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই সম্মেলন থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন ব্যাংকের যে প্রয়োজনীয়তা দিনের পর দিন মানুষের কাছে বৃদ্ধি পাওয়ার কথা। সেখানে বৃদ্ধি পাওয়া তো দূরের কথা আস্তে আস্তে কমে যাচ্ছে।
১৯৭৫ সালে এই গ্রামীণ ব্যাংক স্থাপিত হয়েছিল বলে তারা জানান তখন তার উদ্দেশ্য ছিল গ্রামের ছোট ছোট ব্যবসায়ীদের ব্যাংকিং সুযোগ সুবিধা পঞ্চায়েতের হাতে উপরে কিন্তু ১৯৯০ সালের পর থেকে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ব্যাংকিং শিল্পতে এই সরকার যদি আবার ফিরে আসে তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা পরিবর্তন ঘটবে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করবে ব্যাংকিং মালিকানা যদি ব্যক্তি মালিকানার হাতে তুলে দেয় তাহলে এক ভয়াবহ অবস্থা দেখা দিবে।