আজ বিশ্ব বই দিবস
বই আমার প্রেমিকা
তমাল সাহা
প্রেমিকার দেহজ অনুভব
হৃদয়ের ঘ্রাণ স্পর্শ থেকে
আমি কত কি শিখি।
হে বই!তোর মলাট খুলে
আমি জীবনের বর্ণাক্ষর দেখি আর দেখি!
আমি প্রৌঢ় হতে পারি, তোর যৌবন চিরদিনই
তুই-ই আসল প্রেমিকা,
তোর দেহলতা খুলে প্রকাশ্যে বা নিরালায়
তোর পাঠে নিমগ্ন আমি
তোর কাছে নতজানু হওয়া যায়!
অপূর্ব আশ্চর্য তোর তনুখানি
তোকে নিয়ে কাটানো যায় দিবস-রজনী
আমি তোর কাছে আমৃত্যু ঋণী।