নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৮ই ডিসেম্বর :: মুম্বাই ::বলিউডে বিতর্কিত মন্তব্যের জন্য সবসময় শিরোনামে থাকেন কঙ্গনা রানাওয়াত ও তার বোন রঙ্গলি চান্দেলকঙ্গনা রানাওয়াত।
মহেশ ভাট ও তার কন্যাকে নিয়ে নোংরা মন্তব্য করেন তিনি। এনআরসি এবং সিসিএ নিয়ে উত্তাল সারা ভারত।
প্রসঙ্গত ,জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন মহেশ ভট্ট। তাই কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গলি টুইটারে লেখেন ,”ভট্ট সাব বই পড়লেই ভদ্রলোক হওয়া যায়না যুবতী কন্যাকে কোলে বসিয়ে চুম্বনের ছবি তোলেন মানুষ কাজের মধ্য দিয়ে বড় হয় আপনি দেশের জন্য কি করেছেন এসব এখানে চলবে না।”
মূলত বহু বছর আগে এক ম্যাগাজিনের কভার শুতে মহেশ ভট্ট এবং মেয়ে পূজা ভাটের চুম্বনদৃশ্যের প্রসঙ্গ টেনে নেই এই তীব্র আক্রমণ। নেটিজেনরা রঙ্গলি আক্রমণকে ঠিক ভালোভাবে নেননি তার প্রমাণ রঙ্গোলি টুইটারে বিভিন্ন মানুষের রঙ্গলি কে আক্রমণ করে রিটুইট।