অবতক খবর,২০ এপ্রিল: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচার চালাচ্ছেন। প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচারে বেরোচ্ছেন। ঠিক একইভাবে হালিশহর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস এবং শুভম চক্রবর্তীর নেতৃত্বে পার্থ ভৌমিকের হয়ে প্রচার করা হলো।
এ প্রসঙ্গে শুভম চক্রবর্তীর জানান, ‘আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করবেন পার্থ ভৌমিক। হালিশহর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস এবং আমি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছি এবং মানুষকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।’