অবতক খবর,৪ মে: নৈহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে ফ্লেক্স ছিঁড়ে ফেলার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে তাদের দলীয় নামাঙ্কিত স্টিকার লাগানোর ওপর ইচ্ছেকরে বিজেপির স্টিকার লাগানোর অভিযোগ উঠলো ।এই ফ্লেক্স ছেড়ার ঘটনার কথা নৈহাটি পুলিশ প্রশাসন সহ নির্বাচন কমিশনের দপ্তরে জানানোর কথা জানান নৈহাটি শহর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জী।
অপরদিকে ভারতীয় জনতা পার্টির নৈহাটি মন্ডল দুই বিজেপির সভাপতি শংকর নাথ জানান এই ফ্লেক্স ছেড়ার ঘটনায় তাদের কোন কর্মীর যোগ নেই।