অবতক খবর,২০ মেঃ পথ দুর্ঘটনা রোধে ৩৪ নম্বর জাতীয় সড়কে লরি চালকদের মাঝে জল ও চা বিতরণ সুতি থানার পুলিশের। শুক্রবার সন্ধ্যার পর থেকে মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে লরি চালকদের মাঝে অভিনব উদ্যোগ নিয়ে জল এবং চা বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। মূলত রাতে দূর দুরান্ত থেকে গাড়ি নিয়ে যাতায়াত করেন লরি চালকরা। অনেক সময় রাতে গাড়ি চালাতে গিয়ে ঘুম এসে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। আর সেই আশঙ্কা দূর করে দুর্ঘটনা রোধ করতে সচেতনতার বার্তা দিয়েই কার্যত সমস্ত লরি চালকদের মাঝে চা এবং জল বিতরণ করলো সুতি থানার পুলিশ। সুতি থানার অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লরি চালক থেকে সাধারণ মানুষ।