অবতক খবর,২০ মেঃ শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মন্তেশ্বরে কুসুম গ্রাম বাজারের মেমারি কাটোয়া রোডের ঝড়ের তান্ডবে বহু পুরাতন একটি বটগাছ রাস্তার উপর পড়ে গিয়ে যান বাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন মন্তেস্বরে বিডিও তত্ত্বাবধানে যন্ত্র চালিত কাটার মেশিন দিয়ে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করা হয় ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

শুক্রবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক শিলা ঝড়-বৃষ্টি হওয়ার কারনে মন্তেশ্বরে ভাগরা মূলগ্রাম অঞ্চলের টাকপুর বসন্তপুর গ্রামের প্রচুর বড় বড় গাছপালা ভেঙ্গে পড়ে, বহু গরিব মানুষের ঘরের চালের এডবেস্টার ভেঙ্গে ঝড়ে উড়ে গিয়ে ক্ষতি হয়েছে। ঝড়ে ধানের মরাইয়ের ধান উড়ে গিয়ে ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে এখনো । অন্য জায়গার বড় গাছ ভেঙ্গে উড়ে বসন্তপুর প্রাইমারি বিদ্যালয়ের ছাদের উপরে এসে পড়ে তারপরে বিদ্যালয়ের ছাদের ক্ষতি হয় বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিরঞ্জিত দাস।

আরোও জানা যায় মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্য গ্রামেও শুক্রবার সন্ধ্যায় প্রচন্ড ঝড়-বৃষ্টিতে তুল্য গ্রামের অনেক বাড়ির ঘরের চাল উড়ে গিয়ে ক্ষতি হয়েছে।