অবতক খবর,৩০ মার্চ: নোয়াপাড়া থানার বড় সাফল্য প্রতারণা চক্রের মূল পান্ডাসহ আট জনকে গ্রেফতার করলো নোয়াপাড়া থানার পুলিশ। প্রলোভন এর ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ আর্থিক প্রতারণা শিকার হচ্ছে। মানুষের দুর্বলতা কে কাজে লাগিয়ে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ২০২৩ সালে ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানা দের একটি কেস জমা পড়ে।

সুরজিৎ বাগি নামে গারুলিয়ার বাসিন্দা এক ব্যক্তি ১১ লক্ষ টাকা খুইয়েছে। পুলিশ বিভিন্ন সূত্র ধরে ভবানীপুর থেকে এক জায়গায় রেড করে কল সেন্টার থেকে আট জনকে গ্রেফতার করা হয় সেখান থেকে চল্লিশটি মোবাইল প্রতারকরা যে সমস্ত নাম্বারগুলো থেকে ফোন করতো, তার কল লিস্ট ৮ টি ডাইরি বাজেয়াপ্ত করা হয়। এর সঙ্গে আরও বড় কেউ জড়িত আছে বলে পুলিশের অনুমান। এদের আজকে বারাকপুর আদালতে পাঠানো হবে এবং পুলিশ রিমান্ডে নিয়ে বাকিদের তল্লাশি চালানো হবে। বাজেয়াপ্ত ৪০টি ফোন থেকে তারা বিভিন্নভাবে গ্রাহকদের ফোন করতো। এদের কাছে যে নাম্বার গুলো পাওয়া গেছে সেটা শুধু পশ্চিমবঙ্গ নয় তার বাইরের রাজ্য থেকেও যোগাযোগের সূত্র পাওয়া গেছে।