অবতক খবর,৪ মে: নৈহাটিতে মাধ্যমিক পরীক্ষায় হিন্দি মাধ্যমের কৃতি দুই ছাত্রীকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নৈহাটীর গৌরীপুর হিন্দি হাই স্কুলের খুশি খটিক এবছর মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৫৫৪।
এদিন খুশি খটিকের নৈহাটীর খাঁ পাড়ার বাড়িতে গিয়ে তাকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান অর্জুন সিং। একই বিদ্যালয়ের ছাত্রী গৌরীপুর লালদিঘীর বাসিন্দা মেঘা তাঁতির বাড়িতে গিয়েও তাকে অভিনন্দিত করেন বিজেপি প্রার্থী। এদিন অর্জুন সিং বলেন, দুটোই গরিব ঘরের মেয়ে। তাদেরকে আশীর্বাদ দিলাম। ওরা জীবনে সাফল্য পাক। গৌরীপুর হিন্দি হাই স্কুলের সর্বোচ্চ নম্বরের অধিকারী খুশি পড়াশোনা করে আই এস হতে চায়। ওর পরিবার মেয়ের সাফল্যে ভীষন খুশি।