অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :: করোনা আবহে মানুষের মঙ্গল কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা করে গান বাঁধলেন ও নিজের গলায় গান গাইলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, মা দুর্গার কাছে প্রার্থনা করে আজ এই গানের শুভ উদ্বোধন হল ডোমজুড়। বিধানসভার অন্তর্গত পাকুরিয়া তার দলীয় কার্যালয় উপস্থিত ছিলেন ডোমজুড় এলাকার প্রচুর মানুষ এবং কর্মীসমর্থকরা।তারাও মন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে গাইলেন মায়ের গান। আসুন আবার গানটি শুনে নেই :
ABTAK EXCLUSIVE