অবতক খবর,২২ এপ্রিল,নববারাকপুর : ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য সাঁতার শেখার পাশাপাশি ক্যারাটে অবশ্যই শেখার প্রয়োজন আছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিউ বারাকপুর কৃষ্টি অডিটোরিয়ামে হল ২২ তম ওডো কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪।আয়োজক পশ্চিমবঙ্গ ওডো কাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন।
৬ বছর থেকে অনুর্ধ ১৩ বছর বয়সের ছেলে মেয়েদের কাতা ও কুমিতে ফাইটিং এ উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ৪৫ টি ইভেন্টে প্রায় ৪৫০ জন ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। জানান সংস্থার সাধারণ সম্পাদক কেওসি সন্তু হালদার। ছেলে মেয়েদের উৎসাহিত করতে মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, সংস্থার সভাপতি সোমনাথ দে, বিশ্বজিৎ মন্ডল।সফল প্রতিযোগীদের সুদৃশ্য ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয় এদিন।