অবতক খবর,১ অক্টোবরঃ মন্তেশ্বর ব্লকের মামুদপুর দু’নম্বর অঞ্চলের মাসডাঙ্গা গ্রামের মা অভয়া মাতার নাট মন্দির ও মা অভয়া মাতার পূজা উদ্বোধন করা হয়। মাঅভয় মাতার পূজারী কুন্তল চক্রবর্তী পূজার কমিটির সভাপতি রতন সাহাজানান ব্যবসায়ী আশুতোসেনর অর্ধেক আর্থিক সাহায্যে ও বাকি আর্থিক এলাকার জনসাধারণের সাহায্যে প্রায় তিন লক্ষ পঞ্চাচ হাজার টাকা ব্যয়ে, প্রদীপ প্রজ্জলন করে ও বৃক্ষরোপণের মাধ্যমে মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল বিশ্বাস মহাশয়ের মাধ্যমে এই নাট মন্দিরটি উদ্বোধন করা হয়।

মা অভয় মাতার পূজারী তথা পূজার উদ্যোক্তা কুন্তল চক্রবর্তী জানান জানান মা আভয়া মাতা হচ্ছে দেবী দুর্গার আরেকটি রূপ । প্রায় প্রাচীন শতাব্দীর এক চালে সিংহ ও অসুর বিহীন দুই হাতে মা দুর্গার পূজার তিথিতে চার দিন ধরে দুর্গারূপে পূজা করা হয়। এই পূজার উদ্বোধন করলেন মন্তেশ্বর থানা ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল বিশ্বাস মহাশয়।

এই পূজার পূজারী কুন্তল চক্রবর্তী ও পূজা কমিটির সভাপতি রতন সাহা এবং এলাকার এক ছাত্রী আমাদের কি জানালেন দেখুন।