অবতক খবর,১ সেপ্টেম্বরঃ গত দুবছর করোনা সংক্রমণের জেরে দূর্গা পূজার আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল উৎসবমুখর বাঙালি তথা শহরবাসী। করনার প্রকোপ অনেকটাই কাটিয়ে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়ার মুখে। তার ওপ র ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার দুর্গাপূজাকে সম্মান জানানোর কারণে উৎসব মুখর শহর কলকাতার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনার রেস রয়েছে।

ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের ঐকতান এর পূজা এবছর ৫৭তম বর্ষে পদার্পণ করেছে। এই পূজার মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ সন্দীপ বক্সী।

এবছর তাদের থিম ঘটের পূজা। বিগত ৬-৭ বছর ধরে সাবেকি পুজোর সঙ্গে যুক্ত হয়েছে থিমের পুজো। উৎসব মুখর মানুষ ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন অন্যান্য মণ্ডপের পাশাপাশি ঐকতান এর মণ্ডপেও।