অবতক খবর,২৪ মার্চঃ প্রবাদবাক্য অনুযায়ী সদ্যাজাত শিশু পরিবারকে আলোকিত করে তোলে। আর এই ২৭ দিনের সদ্যোজাত এলিজা রজক এর মঙ্গলার্থে বৃহস্পতিবার নৈহাটির গৌরিপুর অঞ্চলের কে.ডি . রোডের বাসিন্দা মুন্না, মুকেশ, প্রিয়াংকা রজক পরিবারদের পক্ষ থেকে মামুদপুর অঞ্চলের দেবক গ্রামে অবস্থিত শ্রী শ্রী অষ্টনাগ মনসা সেবাশ্রমে প্রায় ২০০ জন অনাথ শিশুদের মুখে দ্বিপ্রহরের আহারের ব্যবস্থা করল। উক্ত ভোজন মেনুতে পুড়ি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পায়েসেরও ব্যবস্থা ছিল। প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় তাদের সদ্যজাত সন্তান এলিজা রজকের মঙ্গল কামনায় এই নারায়ন সেবার আয়োজন।
ABTAK EXCLUSIVE