অবতক খবর,১৫ মার্চ: অন্যান্য লোকসভা তো রয়েছেই,তবে ব্যরাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুরে চারিদিকে লাগানো হয়েছে ‘THE KING IS BACK, যখন ডাকি তখন পাই, অর্জুন সিং তোমায় চাই’ এই লেখা দিয়ে এবং বিজেপির প্রতীক চিহ্ন দিয়ে ব্যানার। তবে অর্জুন সিং ১৪ মার্চ দুপুরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ তিনি বিজেপিতে যোগ দেবেন। আর এতেই উচ্ছসিত তাঁর অনুগামী সহ বিজেপি কর্মীরা। অর্জুন সিং এর অনুগামীরা ইতিমধ্যেই এই ব্যানার লাগানোর মাধ্যমে তাঁর প্রচার শুরু করে দিয়েছেন। তবে আজ কি হবে তা আজই বোঝা যাবে। তিনি প্রার্থী হবেন নাকি অন্য কেউ।
যারা এই ব্যানার লাগাচ্ছেন তারা বলছেন, অর্জুন সিং এই বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন। অন্য কেউ দাঁড়ালে জিততে পারবে না। অন্য নেতাদের ফোন করলে তারা ফোন ধরেন না, কিন্তু অর্জুন সিংকে আমরা সবসময় পাই। তাই এবারেও আমরা অর্জুনকেই চাই।