পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি যেমন সব ঘটনা ঘটছে তা বোধহয় আবার হুইল চেয়ার বা স্ট্রেচারের দিকে এগিয়ে যাচ্ছে

আবার হুইলচেয়ার
তমাল সাহা

ইতিমধ্যে সকলেই জেনে গেছেন
আমার কারিগরি।
আমি কবিতা লিখি না
সময়ের উপর আমার খোদকারি।

প্রতিদিন শব্দ পাল্টাই আমি
শব্দ করি বদল।
আমার সব ঝোঁক
শব্দে শব্দে বেজে উঠুক
ধামসা মাদল।

হামলা খুন চক্রান্ত শব্দগুলি
সেবার পেয়েছিলাম খুঁজে।
পরের বার শব্দ বদল করে পেলাম
‘বনেট’, ‘নমস্কার’, ‘চাপ’, ‘দুর্ঘটনা’
আমিও কী ঠিক উঠতে পারছি বুঝে!

সেবার ছিল পা, এবার পা উঠে গেছে কপালে
দুর্ভাগা বাংলা পড়ে গেছে কর্দমাক্ত খালে।
সেবার ছিল মচকানো এবার রক্তাক্ত
আমরা সমব্যথী, ভাগ্যহত।

ভাবা যায় নাকে কপালে চার চারটে সেলাই
যে ডাইনি করেছে চক্রান্ত
চল্ তার মুখে দিয়ে আসি ছাই।
কপাল থেকে নাকের পাশ দিয়ে নিঃশব্দে বেয়ে বেয়ে মুখের দিকে রক্তরেখা
তোমরাই বলো মানব চোখে এসব যায় দেখা!

সে যাই হোক
অন্তিমে পেয়েছি একটি শব্দ–
তবে কী আবার ‘হুইলচেয়ার।’
অকেজো মানুষ এটা চেনে।
কোন্ প্রতীকী ব্যঞ্জনা লুকিয়ে এখানে,
তা শুধু মানুষ জানে।

শোকেশ সেলাই রক্ত
এবার শুনি আর একটি শব্দ ধাক্কা
বাতাসও ঘাবরে যায়
ঘুরছে কী উল্টোদিকে চাক্কা?