অবতক খবর,২৫ নভেম্বর: দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এরপরই এক অভিনব উদ্যোগ দুয়ারে ভ্যাকসিন। পানিহাটির পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে ও ১৯ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের বাড়ি গিয়ে ভ্যাকসিন প্রদান করা হয়। এ বিষয়ে 19 নম্বর ওয়ার্ডের মেডিকেল অফিসার মানসী চক্রবর্তী বলেন, হাসপাতাল নার্সিং হোম অথবা ভ্যাকসিন ক্যাম্পে‌ বয়স অথবা অসুস্থতার দরুন অনেকেই যেতে অক্ষম। বাড়িতে ভ্যাকসিন পাওয়ায় অনেকটাই খুশি স্থানীয় বাসিন্দারা।
দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে ১৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জানালেন প্রায় 100 বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ মানুষকে তারা ভ্যাকসিন বাড়ি গিয়ে দেবেন।