অবতক খবর,১৪ মেঃ মোকার প্রভাব এ রাজ্যে না পড়লেও সমুদ্র উত্তাল ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।শনিবার বিকেলে প্রশাসনের তরফে ১৫ ই মে পর্যন্ত সমুদ্রে স্নান করতে মানা করেছেন।এই নিয়ে মাইকিং করেছে প্রশাসন।এবং বিচের কিছু ঘাট দড়ি দিয়ে ঘিরে রেখেছে।নির্দেশিকা জারি অমান্য করে পর্যটকেরা স্নান করতে নেমে তলিয়ে যেতে দেখাগেল রবিবার সকালে।দিঘা সহ মন্দারমনি তাচপুরে পর্যটকদের ভিড় যথেষ্ট রয়েছে।
ABTAK EXCLUSIVE