সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ১৪ই ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: আবারও বড়োসড়ো সাফল্য বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রূপের। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে জিবনতলা থানার ঝড়োরমোড় এলাকায় গ্রিল তৈরির কারখানার পিছনে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হলেন আবু কালাম মিস্ত্রি ও মোজাফর মিস্ত্রি। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৭ টি ফিনিশ ও ৯ টি আনফিনিশড আগ্নেয়াস্ত্র এছাড়াও প্রচুর আগ্নেয় অস্ত্র তৈরীর সরঞ্জাম।
গত ১০ মাসে বারুইপুর পুলিশ জেলায় পাঁচটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে।উদ্ধার হয়েছে ৩০০ টি আগ্নেয়াস্ত্র ।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায় তারা আগ্নেয়াস্ত্র বিক্রি করতো। গত এক বছর ধরে এই আগ্নেয়াস্ত্র তৈরীর কাজ করছিল তারা ।আজ ধৃতদের কে আলিপুর আদালতে তোলা হবে।