অবতক খবর,৬ মে: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের গাড়ির কনভয়ের সঙ্গে টোটো চালকের ধাক্কায় আহত দুই। সকাল ৭ টা নাগাদ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচারের উদ্দেশ্যে হালিশহরের দিকে যাচ্ছিলেন। সে সময় নৈহাটীর নয়া বাজার মোড়ের কাছে তাঁর কনভয়ের সঙ্গে টোটোর ধাক্কা লাগে।
টোটো চালক সহ একজন আরোহী আহত হয়। তাদেরকে নৈহাটী হাসপাতালে পাঠানো হয়েছে। টোটো চালককে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও গুরতর আহত মারোয়াড়ীকলের বাসিন্দা টোটোর যাত্রীকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
টোটোতে তিনজন যাত্রী ছিল। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার পর পার্থ ভৌমিক গাড়ি থেকে নেমে আহতদের ৫০০ টাকা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।