অবতক খবর,৫ মে,নববারাকপুর :গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে পথ চলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের পিপাসা মেটানো র প্রয়াসে ব্রতী হয়ে নববারাকপুর চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে রবিবার সকালে জলসত্র শিবিরের আয়োজন করা হয় আমতলা পার্শ্বস্থ অঞ্চলে।
পথচলতি মানুষ ও যানবাহন চালকদের হাতে ঠান্ডা জলের বোতল ও একটি লজেন্স বিলি করা হয়।সংস্থার পক্ষে শুভজিৎ বোসরা জানান প্রতি বছর প্রবল গরমের সময় মানুষের তৃষ্ণা নিবারণে জলসত্র শিবির আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয় নি।
প্রায় এক হাজার মানুষকে ঠান্ডা একটি পানীয় জলের বোতল ও পালস লজেন্স বিলি করা হয়। আগামী দিনে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে জানান হয়।