অবতক খবর,৮ মার্চ, অভিষেক দাস, মালদা:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিশেষ উদ্যোগে শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষের তহবিল এর আনুকূল্যে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের পারো থেকে লক্ষণপুর পর্যন্ত ভায়া ঝিখোডাঙা, কোনার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন রাজ্যের প্রতি মন্ত্রী তাজমুল হোসেন।দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাস্তা হওয়ায় খুশি এলাকাবাসী।
এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান,হামেদুর রহমান,মংলুদ্দিন,শেখ আলম সহ জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।