অবতক খবর,৮ মার্চ: নৈহাটি বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিলপাড়া ও পাল্লাদহে কাঁপাচাকলার গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী সহ রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার পড়লো।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাকপুর ব্লক ওয়ান এর তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত জানান দুর্নীতির বিরুদ্ধে যাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে তারা সত্যিকারের দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের কোন মতে বেয়াত করা হবে না ।

ভবিষ্যতে এই অঞ্চলকে দ্বিতীয় সন্দেশখালি বানানোর প্রচেষ্টা বিরোধীদের রোখা হবে।