অবতক খবর,১৮ নভেম্বর: ২০১৪ সালে প্রাথমিকে টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড প্রার্থীদের নিয়োগের দাবিতে সল্টলেক বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। পরে সেখান থেকে বিক্ষোভ কারীদের সরিয়ে দেওয়া হয়।

তাদের দাবী, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০১৪ এর প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে। প্রাথমিক টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত রাজ্যের সমস্ত প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। প্রাথমিক নিয়োগে টেট উত্তীর্ণ অবশিষ্ট প্রার্থীদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে শিক্ষাগতার সুযোগ দিতে হবে।

আন্দোলন কারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলেছিলেন ২০ হাজারের মধ্যে ১৬৫০০ জম রিকুট হবে। বাকি ৪ হাজারের মতো সেগুলো কমপ্লিট করা হবে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। সেই কারণে আজ এই বিক্ষোভ।