নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৭ই,ডিসেম্বর :: শিলিগুড়ি :: টিকিটের চাহিদা তুঙ্গে,তাই সকাল থেকেই তেনজিং নোরগে বাস টার্মিনার্সে হাহাকার টিকিটের জন্য,ট্রেন কবে খুলবে জানেন না কেউ ফিরে যাবার তাড়া,তাই সকাল থেকেই বাড়ি ফেরার জন্য টিকিটের কাউন্টারে ভীড় যাত্রীদের |
টিকিট নিশেষ আজ কাল দুর অসত পরশুদিনও পাওয়া মুষ্কিল এই অবস্থায় বাসের টিকিটেরও কালোবাজারী,নিদিষ্ট দামের চাইতে দ্বিগুন দামে টিকিট চেয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই |
বাধ্য হয়ে প্রাইভেট গাড়ির খোজ করছেন বাস টার্মিনাস থেকেই,টিকিট কাউন্টার সকাল থেকে না খোলায় আরো অশান্তি বাড়ে যাত্রীদের মধ্যে,বিশেষ করে যেসব যাত্রী ঘুরতে এসেছেন তাদের সমস্যা আরো বেশী,অনেকের কাছে টাকা পয়সা ঠিকমত নেই ফিরতে না পারলে সমস্যা আরো বাড়বে |
তারা জানেন,যাত্রীদের এই দুরবস্থার সূযোগ নিচ্ছেন অনেক স্থানীয় মানুষ,কাউন্টার থেকে টিকিট নিয়ে বাইরে বিক্রি করছেন অনেকে,ফিরে যাবার রাস্তা না পেয়ে বেশী দামে টিকিট কিনছেন অনেকে সবমিলিয়ে চরম ভোগান্তিতে সাধারন মানুষ