অবতক খবর,১৮ মার্চঃ জেলবন্দী অবস্থায় এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ মৃতের পরিবারের। যদিও মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। সূত্রের খবর ২০১৮ সালে নদীয়ার তাহেরপুর থানার ঝামাল ডাঙ্গা এলাকর থেকে একটি ডাকাতির ঘটনার বিচারাধীন থাকা অবস্থায় রানাঘাট উপ সংশোধনাগারে প্রায় পাঁচ বছর ধরে জেলবন্দি ছিল ৬০ বছর বয়সী জয়দেব বর্মন নামে এক ব্যক্তি। শনিবার সকালে জেলের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির, জেল কর্তৃপক্ষ পাঠায় হাসপাতালে, সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

তাহেরপুর থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় পরিবারকে, পরিবার এসে পৌঁছায় হাসপাতালে। মৃত জয়দেব বর্মনের পরিবারের দাবি, হাসপাতালের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, সে দীর্ঘদিন ধরে নাকি ঔষধ পান করতেন। পরিবারের দাবি, প্রায় জেলে দেখা করতে আসতেন তারা, কিন্তু জয়দেব বর্মন তার শরীর খারাপের কথা কোনওদিনই বলেননি তাদের। তাহলে হঠাৎ জেলের মধ্যেই কিভাবে তার মৃত্যু হল। অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানো হলেও মর্গের পরিকাঠামোর অভাব থাকায় কলকাতার এন আর এস হাসপাতালে পাঠানো হয়। যদিও জেলের মধ্যে কয়েদির মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে পুলিশ।