যেমন দেখা তেমন লেখা/তমাল সাহা

যেমন দেখা তেমন লেখা
তমাল সাহা

১) মার্চ

আপনি জানেন এটা বসন্ত মাস
ইংরেজিতে এ মাসের নাম মার্চ।
আপনি কি জানেন,চলছে
নাসিক টু মুম্বাই চাষাড়ু লংমার্চ?

বড় মিডিয়া টিভি কী এসব খবর দেখায়?
আপনি তো এ মাসে রক্তিম পলাশ দেখতে চলে গেলেন পুরুলিয়া-বাঁকুড়ায়!

২) বল রে শ্যামা

বল রে শ্যামা বল!
এটা দলে চোর না চোরদের দল?

৩) ওরা বলুক

ওরা যে যা বলে বলুক
ওদের কথায় কী আসে যায়?
ওরা চোর বলে বলুক
বুক চিতিয়ে তোরা যা ওদের আঙিনায়
বুকে ধরে কাছে টেনে নিয়ে আয়!

দুকান কাটার আবার লজ্জা কোথায়?

৪) বাবুল- দা

বাবুল-দা, ও আমার সুপ্রিয়! পারলে এইবার আমাদের ফাংশানে
এই গানটা গিয়ে দিও– কালীঘাটের টালির চালা
এই চোরেদের পাঠশালা
এই তিনোমূল আর না আর না…

কথা লিরিক দুটোই ভালো
মাইরি তুমি বহুরূপী, কী জমকালো!

পর্যটনে বেরিয়েছ নাকি, আছো কেমন?
অনেকদিন তোমাকে দেখি না তেমন।