অবতক খবর,১৩ সেপ্টেম্বরঃ গুধিয়ার চাষের মাঠ থেকে জল তোলা মটর দীর্ঘদিন ধরেই চুরি হয়ে আসছে। কিছুতেই মটর চোর দের ধরা যায় না। জলের মটর মাঠ থেকে চুরি হওয়ার কারণে চাষীদের মাথায় হাত, কারণ এই মটর চুরি হওয়ার ফলে চাষের জমিতে চাষীরা ঠিকমত জল ব্যবহার করতে পারছে না। দীর্ঘদিন ধরে তারা গোপনে এর খোঁজ চালাচ্ছিল। গতকাল ১২ই সেপ্টেম্বর দুজন মিলে কোন মাঠের জলের মটর চুরি করা হবে বলে নিজেদের মধ্যে কথোপকথন চালায় সেই সময় পিছন থেকে তাদেরকে গ্রামবাসীরা ধরে ফেলে এবং গুধিয়া ক্যাম্পে র পুলিশের হাতে তুলে দেন। তারা জানান অভিযুক্ত ওই যুবক সে গ্রামের চাষের মাঠ থেকে পাম্প চুরির ঘটনা স্বীকার করে। আজ মুর্শিদাবাদ থানায় মিলাদ মন্ডল তিনি কামারুল শেখ এবং নাজিবুর শেখ ওরফে আব্দুল এই দুজনের নামে লিখিত অভিযোগ করেছেন বলে, আমাদের জানান।