অবতক খবর,১৩ সেপ্টেম্বরঃ বাঘের আতঙ্কে ছিটিয়ে রয়েছে গোটা গ্রাম। রাতের অন্ধকারে বনগাঁর ঘাট বাওর পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ। বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলবার রাতে জলাশয় এর পাশে অবস্থিত একটি বিচুলির দাদার নিচে তারা একটি বন্যপ্রাণী দেখতে পান এরপর টর্চ মেরে লক্ষ্য করেন সেটি একটি বাঘ ।

আতঙ্কিত গ্রামবাসীরা বনগাঁ থানা সহ বনদপ্তরের আধিকারিকদের কাছেও বিষয়টি ফোন করে জানান । বুধবার সকালে ওই গ্রামে যান পশুপ্রেমী সংগঠনের সদস্যরা । তারা গ্রামের মানুষকে আশ্বস্ত করেন যে ওটি কোন বাঘ নয় । ওই প্রাণীটি আমাদের রাজ্য পশু বাগরোল ( ফিশিং ক্যাট ) । তারাও এও বলেন এই পশুটি কারোর কোন ক্ষতি করে না । আগামী দিনে তারা এই নিয়ে গ্রামে একটি সচেতন মূলক প্রোগ্রামও করবেন ।