চাঁদের কোনো ধর্ম নেই

চাঁদ
তমাল সাহা

একটাই আকাশ একটাই চাঁদ একটাই পৃথিবী
আকাশ চাঁদ মাটি কারো কোনো ধর্ম নেই
রাখি পূর্ণিমায়ও চাঁদ ঈদেও চাঁদ
চাঁদের নিচে জ্যোৎস্নার আলোয়
রূপম ও শবনম পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে
ওষ্ঠে রাখলো ওষ্ঠ, তারপর চোখের পাতায়
ভালোবাসার উষ্ণতা পড়ল ছড়িয়ে

স্থির হয়ে সব দেখল চাঁদ
ঋদ্ধ হয়ে বলে উঠল , চমৎকার!
এতো ধর্মীয় অনুষ্ঠান নয়
এতো ঘনিষ্ঠতার আয়োজন,
এই রাত্রি সার্থক আমার!