নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: চন্দননগর :: ২৯শে,নভেম্বর :: চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় সিনিয়র ফুটবল লীগের এ-গ্রুপের কানাইলাল বিদ্যামন্দির ইংরাজি বিভাগ বনাম কিশোর সংঘর খেলা হসপিটাল মাঠে অনুষ্ঠিত হয়েছে ৷ কানাইলাল বিদ্যামন্দির ইংরাজি বিভাগ ৩—২ গোলে কিশোর সংঘকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কানাইলাল বিদ্যামন্দির ইংরাজি বিভাগের গৌতম পাসয়ান।
অন্যদিকে চন্দননগর সিনিয়র ফুটবল লীগের বি-গ্রুপের চন্দননগর স্পোর্টিং ক্লাব বনাম জুপিটার স্পোর্টিং ক্লাব–এর খেলা তারিখে শহীদ কানাইলাল ক্রীড়াঙ্গনে, অনুষ্ঠিত হয়েছে ৷ চন্দননগর স্পোর্টিং ক্লাব ২—০ গোলে জুপিটার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চন্দননগর স্পোর্টিং ক্লাবের শংকর সাঁতরা।