গীতবিতান ছুঁয়ে
তমাল সাহা

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
নিদ্রাহারা রাতের এই গান বাঁধবো আমি কেমন সুরে।
আমার গানের সুরের আসনখানি পাতি পথে…
যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি
হৃদয়ে তোমার দয়া যেন পাই‌।
তাই তোমার আনন্দ আমার পর
তুমি তাই এসেছ নিজে।
বলেছ,
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া!

কোথা বাইরে দূরে যায়রে উড়ে হায়রে হায়
পূর্ণ চাঁদের মায়ায়
আজি ভাবনা আমার পথ ভোলে
আলোছায়ার সুরে অনেক কালের সে
কোন ডাকে আয় আয় আয় বলে।
জানিনা কখন যে সে পিছু পিছু টান রেখে গেছে।

মন জাগো মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে।
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন আপনি এসে দ্বার খুলে দাও,
ডাকো তারে!

এসবই তোমার পংক্তি তোমার উচ্চারণ
সমর্পণ,সমর্পণেই তো জীবন সফল।
এবার উজার করে লও হে আমার যা কিছু সম্বল।