অবতক খবর : গয়েশপুর ৯ নম্বর ওয়ার্ড গোকুলপুর বাজার সংলগ্ন নিমতলায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল মদের কারবার। এই মদের আসরের কারণে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন স্থানীয় মানুষ। কারণ এই মদের আসরের জন্য অঞ্চলে বেড়েছিল বহিরাগত মানুষের আনাগোনা। সন্ধ্যে নামতে না নামতেই সেখানে জমিয়ে বসত মদের আড্ডা। সেইসঙ্গে জুয়া খেলাও চলত জমিয়ে। এই নিয়ে স্থানীয়রা বহুবার বহু জায়গায় অভিযোগ করেছেন। কিন্তু কোনভাবেই তারা সুরাহা পাননি। ‌ শেষে সহ্যের বাঁধ ভেঙে আজ স্থানীয় মহিলারাই একজোট হয়ে ওই মদের আসর ভেঙ্গে দেন। জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই চলছিল এই মদের আসর। কিন্তু গতকাল ওই মদের আসরে এক গন্ডগোলকে কেন্দ্র করে গোটা এলাকার মানুষ ঝামেলায় জড়িয়ে পড়েন। জানা গেছে, প্রায় দিনই সেখানে মদ খেয়ে মাতলামো করত বহিরাগতরা। বলতে গেলে একটা সুস্থ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু গতকালের গন্ডগোলের পর আজ স্থানীয় সকল মহিলারা একজোট হয়ে ওই মদের আসরে ভাঙচুর চালান। এরপর ওই জায়গাটি পুরোপুরি পরিষ্কার করে ফেলেন তারা। তবে স্থানীয় মহিলারা জানান,’এতদিন ধরে যেটা এখানে চলছিল সেটা আর চলতে দেবো না আমরা। এতদিন আমারা ভয়ে ছিলাম। কারণ রাস্তাঘাটে আমাদের ছেলেমেয়েরা এই বহিরাগতদের কারণে চলাফেরা করতে পারত না। বিভিন্ন রকম অশ্লীল মন্তব্য করতো মেয়েদের উদ্দেশ্যে। কিন্তু অবশেষে আমরা আমাদের ভয় কাটিয়ে আজ এই কাজ করতে পেরেছি। আর ভবিষ্যতেও যদি এই অঞ্চলে আর কোন অসামাজিক ক্রিয়া-কলাপ চলে তবে আমরা রুখে দাঁড়াবো।’