অবতক খবর,৩০ ডিসেম্বর: শ্যামনগর পন্ডিত পুকুরে বুড়ির মাঠ মাপজোক করতে এসে আটক এক ব্যক্তি। স্থানীয়রা জানান, বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছয়-সাত বিঘে আয়তনের ওই জমি নিরঞ্জন সেন পল্লী নেতাজী সংঘ দেখভাল করছে। অভিযোগ, বেলঘড়িয়ার বাসিন্দা শঙ্কর রায় নামে এক ব্যক্তি দু’জন সাফাই কর্মীকে নিয়ে বুড়ির বাগানে আসন। মাপজোক করার সময় এলাকার লোকজন এসে শঙ্কর বাবুকে পাড়ার ক্লাবে আটকে রাখেন।
ঘটনাকে ঘিরে উত্তেজনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে শঙ্কর রায় নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ভাটপাড়া পুরসভার সিআইসি তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার বলেন, পুরসভার ২৮ ও ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বুড়ির মাঠ নামক খেলার মাঠটিকে বহু বছর ধরে আগলে রেখেছেন। কিন্তু মাঠটি ২৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এদিন এক ব্যক্তি এসে দাবি করেন জমির মালিক রতন রায়। তিনি মালিকের কথা মতো জমিটা দেখভাল করতে এসেছিলেন। কিন্তু জমির সঠিক নথিপত্র দেখাতে না পারায় পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে গেছে।