অবতক খবর,২৪ এপ্রিল: ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় গতকাল তার ওয়ার্ড অফিসে বসে থাকার সময় তৃণমূল কংগ্রেসের এক সমর্থক দেবরাজ রায় তার ওয়ার্ড অফিসের ভাঙচুর চালায় হলে অভিযোগ। পাল্টা অভিযোগ করে ওই তৃণমূল কর্মীও। এই ঘটনায় জগদলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এটা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেওয়া হবে।
কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেল এখনো কোনো সুরাহার পথ না পেয়ে ক্ষিপ্ত হন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন্দ্র রায় তার ওয়ার্ড অফিস তার বাড়িতে লাগানো তৃণমূলে পতাকা ব্যানার পোস্টার সব খুলে ফেলেন মুছে দেওয়া হয় দেওয়াল। এরপরে তিনি বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে যোগাযোগ করেন। সত্যেন রায় বলেন অর্জুন সিংহ এর সাথে কথা বলে তিনি বিজেপিতে সরাসরি যোগদান করবেন।